Wednesday, July 18, 2018

বিশ্বকাপের সমস্ত উপার্জন দান করে দিলেন ফ্রান্স ফুটবলার এম বাপ্পি {M Bappe}

রাশিয়া বিশ্বকাপ থেকে উপার্জিত সমস্ত অর্থই দান করলেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপজয়ী ফ্রান্সের স্ট্রাইকার তিনি। বিশ্বকাপের সেরা যুব ফুটবলারও হয়েছেন। এমবাপে দেখালেন, শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও তিনি আলাদা।
ফ্রান্সের এ তরুণ স্ট্রাইকার রাশিয়া বিশ্বকাপ থেকে উপার্জিত সমস্ত অর্থই দান করেছেন ‘প্রিমিয়ার ডি করডি’ নামক এক দাতব্য সংস্থাকে।সংস্থাটি প্রতিবন্ধী শিশু ও হাসপাতালে ভর্তি শিশুদের নিয়ে কাজ করে।

ফুটবলমহল বলছে, এবারের বিশ্বকাপে তারকা হিসেবে জন্ম নিয়েছেন ফ্রান্সের দশ নম্বর জার্সির মালিক। ১৯ বছর বয়সি বিশ্বকাপে করেছেন চার গোল। তার মধ্যে ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোলও রয়েছে। ১৯৫৮ সালে পেলে শেষবার কোনও টিনএজার হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোল করেছিলেন। তার পর এমবাপে করলেন।
‘স্পোর্টস ইলাসট্রেটেড’ অনুসারে রাশিয়া বিশ্বকাপে ম্যাচ প্রতি ১৭ হাজার পাউন্ড পেয়েছেন তিনি। বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য হিসেবে পেয়েছেন আরও ২,৬৫,০০০ পাউন্ড। সেই হিসেবে এমবাপের মোট প্রাপ্তি দাঁড়ায় ৩,৮৪,০০০ পাউন্ড। এই অর্থের পুরোটাই তিনি দান করেছেন এক চ্যারিটি সংস্থাকে।
প্রিমিয়ার ডি করডি’র মুখপাত্র সেবাস্তিয়ান রাফিন বলেছেন, “কিলিয়ান দুর্দান্ত মানুষ। যখনই সুযোগ পান, উনি আমাদের সাহায্য করেন আনন্দের সঙ্গে।” 
                                                                                              
                                                            সূত্র: আনন্দবাজার

No comments:

Post a Comment