Wednesday, July 18, 2018

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন প্রিয়ঙ্কা


বলিউডে বিয়ের হাওয়া বইছে। এক এক করে অভিনেতারা সাত পাকে বাঁধা পড়ছেন। এবার কি প্রিয়ঙ্কা চোপড়ার পালা? এমনই খবর ঘুরছে বলিউড আর হলিউড দুই জায়গায়।


ইদানিং প্রিয়ঙ্কাকে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে প্রায়ই দেখা যাচ্ছে। কানাঘুষো শোনা যাচ্ছে ২৫ বছরের নিকের সঙ্গে সম্পর্কে রয়েছেন প্রিয়ঙ্কা। যদিও সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি প্রিয়ঙ্কা বা নিক।

সম্পর্কের কথা উঠতেই জল্পনা চলছে, মার্কিন বয়ফ্রেন্ডকেই কি বিয়ে করবেন বলিউডের জংলি বিল্লি? এই জল্পনা আরও উশকে দিয়েছেন খোদ প্রিয়ঙ্কার মা।

প্রিয়ঙ্কার মা মধু চোপড়াকে ভারতের এক সাংবাদিক জিজ্ঞাসা করেন বিয়ের ব্যাপারে। মধু চোপড়া পাল্টা প্রশ্ন করেন, ‘‘আপনি কি সিরিয়াস? সেটা আগে বলুন।’’ সাংবাদিক বলেন তিনি ‘সিরিয়াস’ হয়েই জিজ্ঞাসা করছেন। তখন উত্তরে মধু বলেন, ‘‘আপনি সিরিয়াস! তো আমরাও সিরিয়াস হয়ে যাব।’’

প্রিয়ঙ্কার বিয়ের কথা অস্বীকারও করেননি তাঁর মা। আর এতেই আরও রহস্য ঘনাচ্ছে, শীঘ্রই কি প্রিয়ঙ্কা ও নিক জোনাসের বিয়ে হতে চলেছে! সেটা সময়ই বলবে।            

                                                                                                   সূত্র: এবেলা

No comments:

Post a Comment