Friday, October 19, 2018

বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহি কে.এস.এ। KSA keen to invest in বাংলাদেশ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রিয়াদের রাজকীয় প্রাসাদে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ - এর সাথে সাক্ষাত করেন।



সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ বলেছেন,"তার দেশ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে আগ্রহী।"

বুধবার সন্ধ্যায় রয়্যাল প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠককালে সফররত সৌদি আরবের উপ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন সালমান এ কথা বলেন।

বৈঠকে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন।

দু'দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে একটি খুব ভাল সহযোগিতা চলছে বলে উল্লেখ করে সৌদি রাজকুমার আশা করেছিলেন যে এটি আরও শক্তিশালী হবে।

তিনি বিনিয়োগের জন্য সম্ভাব্য খাত চিহ্নিত করতে সৌদি কর্তৃপক্ষকে বাংলাদেশ সফর করার নির্দেশ দেন।

"সৌদি আরব এখন বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ করে থাকে। সৌদি রাজকুমারকে উদ্ধৃত করে শহীদুল বলেন, "আমরা বাংলাদেশেও এভাবেই বিনিয়োগ করব।

প্রধান্মন্ত্রী শেখ হাসিনা আশা করেছিলেন, সৌদি আরবের একটি প্রতিনিধিদল শীঘ্রই বাংলাদেশ সফর করবেন।

মুসলিম উম্মাহ সম্পর্কে কথা বলার সময় তিনি বলেন, মুসলমানদের মধ্যে ঐক্য খুবই অপরিহার্য, যাতে তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ না করে।

তার দৃষ্টিভঙ্গির সাথে সম্মতি জানিয়ে মোহাম্মদ বিন সালমান বলেন, তিনি মুসলিম বিশ্বের শান্তি ও সুখ দেখতে চেয়েছিলেন।

শেখ হাসিনার বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান রাজকুমার!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বলেছেন, দেশের অর্থনৈতিক অঞ্চলগুলিতে বিনিয়োগের জন্য বাংলাদেশী প্রবাসীদের জন্য সরকার সুযোগ সৃষ্টি করছে।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের চ্যান্সারী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর তিনি নিজ নিজ দেশে ড।

প্রধানমন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংক তাদের অর্থ ব্যয় পূরণের জন্য আয় আদায় করতে তাদের অর্থ জমা দিতে পারে।

তিনি বলেন, "একই সময়ে, তারা [বিদেশী] অর্থনৈতিক অঞ্চলগুলিতে আমানত অর্থের অংশ বিনিয়োগ করতে পারে"। তিনি বলেন, সরকার স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশের ১০০ টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করছে।

শেখ হাসিনা বিদেশী চাকরিচ্যুতদের মধ্যে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান যাতে তারা বিদেশে যাওয়ার জন্য দালালের কাছে না যায়।

তিনি বলেন বিদেশে চাকরি খোঁজার আগে বিদেশে যাওয়ার আগে সরকারি প্রশিক্ষণ কেন্দ্র থেকে সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিৎ।

তিনি স্থানীয় আইন মেনে চলার মাধ্যমে বিদেশে দেশের ছবি তুলে ধরতে বাংলাদেশি প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

বুধবার রাতে মাদিনিয় মসজিদ আল-নাবাউয়িতে রাসূল হযরত মুহাম্মদ (সা।) এর রাওয়া মুবারককে জিয়রত দেওয়া হয়।

তিনি পবিত্র মসজিদে ইশা নামাজ প্রদান করেন এবং মুসলিম উম্মাহর জন্য বাংলাদেশের জনগণের জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

বুধবার রাতে, হাসিনা সৌদি বিমানের বিশেষ ফ্লাইটের মাধ্যমে রিয়াদ থেকে মদিনা পৌঁছেছিলেন।

সৌদি আরবে চার দিনের দ্বিপক্ষীয় সফরে মঙ্গলবার রিয়াদ পৌঁছেছেন প্রধানমন্ত্রী। তিনি আজ বাড়িতে জন্য জেদ্দায় ছেড়ে আশা করা হচ্ছে।

© Collected

Sunday, October 14, 2018

রাজধানী ঢাকার উত্তর খান এলাকায় আগুন লেগে ১ জনের মৃত্যু এবং আরো ৮ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এর বার্ন ইউনিট এ ভর্তি।অবস্থা সংকাজনক।

শনিবার ঢাকার উত্তর খানে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু এবং এবং ৭ জন গুরুতর আহত হয়েছে।আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এর বার্ন ইউনিট এ ভর্তি করা হয়েছে।



উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, উত্তর খান এর বপারিপাড়া এলাকার তিন তলা ভবনের ভূ-তলায় মাঠের চারপাশে গ্যাস লাইনের লিক থেকে আগুন লেগেছিল।



আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট নিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাদের মধ্যে একজন শনিবার সকাল ১০.৩০ এর দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


©Collected From Newsnationbd.com

bdnews24,bdnews24.com,atn news,atn bangla,channel I,n tv news,atn bangla news,bangla news,bangladeshi news,dhaka news,latest news,most recent news,recent news,weather news,sports news,politics news,political news,election news,nirbachon news,epaper,online newspaper,newspaper,bangla newspaper,prothom alo news,prothom alo,daily news,songbadpotro,

Friday, October 12, 2018

গ্রেনেড হামলা মামলার রায় ঘোষনা।অবশেষে রায় হল ২১ আগস্ট ২০০৪ এর গ্রেনেড হামলা মামলার।

অবশেষে বহুল প্রতিক্ষিত গ্রেনেড হামলা মামলার রায় পেল দেশবাসি । বাংলাদেশের রাজনীতির কালো অধ্যায় নামে খ্যাত এই ঘটনা যেন বুকের ভেতর এক জীবন্ত শেল হয়ে ছিল বাংলাদেশিদের বুকে ।




নির্মম এই হত্যাকান্ডের কিছু সংরক্ষিত দৃশ্য


২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের মহাসমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় করা হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,উপমন্ত্রি আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,হারিস চৌধুরিসহ ১৯ জনের যাবজ্জীবনের আদেশ দেয়া হয়েছে। বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে । আজ বুধবার (১০ অক্টোবর) ঢাকার ১নং অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন এ রায় ঘোষণা করেন। এদিন আজকে সকালে কারাগার থেকে ৩১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এসময় মামলার অন্যতম আসামি বাবরকে খানিকটা অস্বাভাবিকই মনে হচ্ছিল । আলোচিত এ মামলায় ৫১১ সাক্ষীর মধ্যে ২২৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। এ ছাড়া আরও ২০ জনের সাফাই সাক্ষ্য নেয়া হয়েছে


মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন দলের তিন শতাধিক নেতাকর্মী। ঘটনার পরদিন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমেদ বাদী হয়ে মামলা করেন। মামলাটি প্রথমে তদন্ত করে থানা পুলিশ। পরে তদন্তের দায়িত্ব পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে মামলাটি যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি)। ২০০৮ সালের ১১ জুন মুফতি হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন সিআইডির জ্যেষ্ঠ এএসপি ফজলুল কবির। ২০০৯ সালের ৩ আগস্ট রাষ্ট্রপক্ষ মামলাটি অধিকতর তদন্তের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান সিআইডির পুলিশ সুপার আবদুল কাহ্হার আখন্দ। তিনি ২০১১ সালের ৩ জুলাই তারেক রহমানসহ ৩০ জনের নাম উল্লেখ করে মোট ৫২ জনের নামে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দেন। জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জঙ্গি নেতা মুফতি হান্নান ও জেএমবি সদস্য শহিদুল আলম বিপুলের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় মামলা থেকে তাদের নাম বাদ দেয়া হয়। ফলে এ মামলায় এখন আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জন। এর মধ্যে তারেক রহমানসহ ১৮ জন পলাতক রয়েছেন। বাকি আসামিদের মধ্যে কারাগারে রয়েছেন ৩১ জন। কারাগারে থাকা ৩১ আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, সামরিক গোয়েন্দা অধিদফতরের সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক আবদুর রহিম, খালেদা জিয়ার ভাগ্নে লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, সাবেক পুলিশ মহাপরিদর্শক মো. আশরাফুল হুদা, পুলিশ কর্মকর্তা শহুদুল হক, খোদা বক্স চৌধুরী, বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সাবেক এএসপি মুন্সি আতিকুর রহমান, আব্দুর রশীদ, সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম আরিফ, জঙ্গি সংগঠন হুজির সদস্য আবু বক্কর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, শাহদাত উল্লাহ ওরফে জুয়েল, মাওলানা শেখ আব্দুস সালাম, আব্দুল মাজেদ ভাট ওরফে ইউসুফ ভাট, আব্দুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ, মাওলানা আবদুর রউফ ওরফে আবু হোমাইরা ওরফে পীর সাহেব, মাওলানা সাব্বির আহমেদ ওরফে আব্দুল হান্নান সাব্বির, মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মহিবুল্লাহ ওরফে মহিজুর রহমান ওরফে অভি, মাওলানা আবু সাঈদ ওরফে ড. জাফর, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, জাহাঙ্গীর আলম, হাফেজ মাওলানা আবু তাহের, হোসাইন আহম্মেদ তামিম, মঈন উদ্দিন শেখ ওরফে মুফতি মঈন ওরফে খাজা ওরফে আবু জানদাল ওরফে মাসুম বিল্লাহ, আরিফ হাসান ওরফে সুমন, রফিকুল ইসলাম ওরফে সবুজ ও হাফেজ মাওলানা ইয়াহিয়া। পলাতক ১৮ আসামি হলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদ, হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ, ডিএমপির সাবেক ডিসি (পূর্ব) ওবায়দুর রহমান, ডিএমপির সাবেক ডিসি (দক্ষিণ) খান সাঈদ হাসান, লে. কর্নেল (অব.) সাইফুল ইসলাম জোয়ার্দার, মেজর জেনারেল (অব.) এটিএম আমিন, হুজি সদস্য মাওলানা তাজউদ্দিন, মহিবুল মুত্তাকিন, আনিসুল মুরছালিন, খলিল, জাহাঙ্গীর আলম বদর, ইকবাল, লিটন ওরফে মাওলানা লিটন ওরফে দোলোয়ার হোসেন ওরফে জুবায়ের, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই ও রাতুল আহম্মদ বাবু। ‌নিয়তি তার উপযুক্ত সময়ে ঠিকই হিসেব চুকিয়ে নেয় । এই রায় যেন তারই প্রতিফলন মাত্র ।

"সংরক্ষিত"
" COLLECTED"


Thursday, October 11, 2018

অপরাধের মুকুট মাথায় নিল বি এন পি।নির্বাচনে উত্তরাধিকারীকে স্বীকৃতি দিয়ে তীব্র নিন্দার মুখে পরল বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বি এন পি(BNP)

গ্রেনেড হামলার এক বছর পর ২০০৫ সালের ২১ ডিসেম্বর পল্টন ময়দানে বিএনপির এক সমাবেশে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বক্তব্য রাখেন।

Wednesday, July 18, 2018

বিশ্বকাপের সমস্ত উপার্জন দান করে দিলেন ফ্রান্স ফুটবলার এম বাপ্পি {M Bappe}

রাশিয়া বিশ্বকাপ থেকে উপার্জিত সমস্ত অর্থই দান করলেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপজয়ী ফ্রান্সের স্ট্রাইকার তিনি। বিশ্বকাপের সেরা যুব ফুটবলারও হয়েছেন। এমবাপে দেখালেন, শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও তিনি আলাদা।
ফ্রান্সের এ তরুণ স্ট্রাইকার রাশিয়া বিশ্বকাপ থেকে উপার্জিত সমস্ত অর্থই দান করেছেন ‘প্রিমিয়ার ডি করডি’ নামক এক দাতব্য সংস্থাকে।সংস্থাটি প্রতিবন্ধী শিশু ও হাসপাতালে ভর্তি শিশুদের নিয়ে কাজ করে।

ফুটবলমহল বলছে, এবারের বিশ্বকাপে তারকা হিসেবে জন্ম নিয়েছেন ফ্রান্সের দশ নম্বর জার্সির মালিক। ১৯ বছর বয়সি বিশ্বকাপে করেছেন চার গোল। তার মধ্যে ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোলও রয়েছে। ১৯৫৮ সালে পেলে শেষবার কোনও টিনএজার হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোল করেছিলেন। তার পর এমবাপে করলেন।
‘স্পোর্টস ইলাসট্রেটেড’ অনুসারে রাশিয়া বিশ্বকাপে ম্যাচ প্রতি ১৭ হাজার পাউন্ড পেয়েছেন তিনি। বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য হিসেবে পেয়েছেন আরও ২,৬৫,০০০ পাউন্ড। সেই হিসেবে এমবাপের মোট প্রাপ্তি দাঁড়ায় ৩,৮৪,০০০ পাউন্ড। এই অর্থের পুরোটাই তিনি দান করেছেন এক চ্যারিটি সংস্থাকে।
প্রিমিয়ার ডি করডি’র মুখপাত্র সেবাস্তিয়ান রাফিন বলেছেন, “কিলিয়ান দুর্দান্ত মানুষ। যখনই সুযোগ পান, উনি আমাদের সাহায্য করেন আনন্দের সঙ্গে।” 
                                                                                              
                                                            সূত্র: আনন্দবাজার

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন প্রিয়ঙ্কা


বলিউডে বিয়ের হাওয়া বইছে। এক এক করে অভিনেতারা সাত পাকে বাঁধা পড়ছেন। এবার কি প্রিয়ঙ্কা চোপড়ার পালা? এমনই খবর ঘুরছে বলিউড আর হলিউড দুই জায়গায়।


ইদানিং প্রিয়ঙ্কাকে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে প্রায়ই দেখা যাচ্ছে। কানাঘুষো শোনা যাচ্ছে ২৫ বছরের নিকের সঙ্গে সম্পর্কে রয়েছেন প্রিয়ঙ্কা। যদিও সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি প্রিয়ঙ্কা বা নিক।

সম্পর্কের কথা উঠতেই জল্পনা চলছে, মার্কিন বয়ফ্রেন্ডকেই কি বিয়ে করবেন বলিউডের জংলি বিল্লি? এই জল্পনা আরও উশকে দিয়েছেন খোদ প্রিয়ঙ্কার মা।

প্রিয়ঙ্কার মা মধু চোপড়াকে ভারতের এক সাংবাদিক জিজ্ঞাসা করেন বিয়ের ব্যাপারে। মধু চোপড়া পাল্টা প্রশ্ন করেন, ‘‘আপনি কি সিরিয়াস? সেটা আগে বলুন।’’ সাংবাদিক বলেন তিনি ‘সিরিয়াস’ হয়েই জিজ্ঞাসা করছেন। তখন উত্তরে মধু বলেন, ‘‘আপনি সিরিয়াস! তো আমরাও সিরিয়াস হয়ে যাব।’’

প্রিয়ঙ্কার বিয়ের কথা অস্বীকারও করেননি তাঁর মা। আর এতেই আরও রহস্য ঘনাচ্ছে, শীঘ্রই কি প্রিয়ঙ্কা ও নিক জোনাসের বিয়ে হতে চলেছে! সেটা সময়ই বলবে।            

                                                                                                   সূত্র: এবেলা